
নজরুল ইসলাম, তালা থেকে: তালায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়,তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায়,জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যানগন,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে উপজেলা সমন্বয় কমিটির সভা ও ১৬ ডিসেম্বর উৎদযাপন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।