
কালিগঞ্জ ব্যুরো: আর মাত্র দুই দিন পর অর্থাৎ ২৮ নভেম্বর রবিবার তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচন কে ঘিরে উপজেলার ১১ নং রতনপুর ইউনিয়ন জুড়ে শেষ মুহুর্তে চলছে প্রচার প্রচারনা। প্রার্থীরা ভোটারদের নানান প্রতিশ্রæতি দিয়ে দারে দারে ঘুরে বেড়াচ্ছে বিরামহীন ভাবে। রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ার দখল করার জন্য প্রতিদ্ব›দ্বীতার এবার তিন জন চেয়ারম্যান প্রার্থী ভোটারদের নানান উন্নয়ন এবং জনগণের ভাগ্য উন্নয়নের কথা বলে ভোট চাইছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম খোকনের ছোট ভাই এম আলী আল রাজি এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন সৎ, শক্তিশালী প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ এবং বিদ্রোহী প্রার্থী হিসাবে আওয়ামী লীগের এস,এম আনোয়ার হোসেন। রতনপুর ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ১৯ হাজার ২ শত ১৫ জন এর মধ্যে পুরষ ভোটার ৯ হাজার ৮ শ ১৭জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৩শ ৯৮জন। এবারের নতুন মুখ হিসাবে এবং পারিবারিক গৃহ যুদ্ধের মধ্য দিয়ে বড় ভাইকে হটিয়ে এম আলী আল রাজি বর্তমান নৌকার মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন। সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আনারস প্রতীক নিয়ে জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন। জয়ের ব্যাপারে সব প্রার্থীই শতভাগ আশাবাদী। তবে শেষ হাসি কে হাসবেন তা জানতে হলে ২৮ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।