
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটা উপজেলার কুলিয়ায় অপসোনিন ফার্মার আয়োজনে গ্রাম ডাক্তারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ শোকর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবীর হোসেন লিয়ন এর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষন কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সাবেক সভাপতি ও কুলিয়া শাখার উপদেষ্টা গ্রাম ডাঃ এম এ সবুর ও গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান। প্রশিক্ষন কর্মশালায় অপসোনিন ফার্মার প্রতিনিধি বৃন্দরা গ্রাম ডাক্তারদের প্রশিক্ষন প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি কুলিয়া শাখার সহ সভাপতি গ্রাম ডাঃ রবিউল ইসলাম ও গ্রাম ডাঃ হাফিজুর রহমান হ্যাপি, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ হাবিবুল্লাহ সহ কুলিয়া ইউনিয়নের ৩০ জন গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন।