
আব্দুল হাকিম,শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলায় ১নং ভ‚রুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) জামায়াত নেতা চেয়ারম্যান মাওঃ ফারুক হোসাইনের বিরুদ্ধে খালের উপরে কালভার্ট তৈরী করে দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের বেলেদন খালের উপরে ১টি কালভার্ট ব্রীজ নির্মাণ করার জন্য ৩ বছর পূর্বে চেয়ারম্যান ফারুক হোসাইনের স্মারনাপন্ন হন ৬নং ওয়ার্ডের কওছার গাজীর ছেলে জাকির হোসেন। চেয়ারম্যান ফারুক হোসাইন কালভার্ট ব্রীজ নির্মাণ করার প্রতিশ্রæতি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। চেয়ারম্যানের কথায় বিশ্বাস করে জাকির হোসেন নগদ ২৬ হাজার টাকা প্রদান করেন এবং বাকি টাকা কাজ শেষ হওয়ার পরে দেওয়ার কথা বলেন। অদ্যবধি খালের উপরে কালভার্ট ব্রীজ তৈরী না হওয়ায় চেয়ারম্যানের কাছে টাকা ফেরত চান জাকির হোসেন। চেয়ারম্যান টাকা ফেরত না দিয়ে তালবাহনা করায় জামায়াত নেতা মাওঃ ফারুক হোসাইনের বিরুদ্ধে জাকির হোসেন ১৮ নভেম্বর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছে।
এবষিয়ে চেয়ারম্যান মাওঃ ফারুক হোসাইন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, কিছু টাকা পাবে তবে ফেরত দিবেন বলে জানিয়েছেন।
সম্প্রতি জাকির হোসেন ভূরুলিয়া রফিকুলের মার্কের সামনো চেয়ারম্যান মাওঃ ফারুক হোসাইনেকে পেয়ে টাকা চান এবং টাকা না দেওয়ায় মটর সাইকেল সহ মার্কেটে বসিয়ে রাখেন। এসময়ে ভূরুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সাবেক মেম্বর আবুল হোসেন টুটুল টাকা দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে চেয়ারম্যানকে নিয়ে যায়। চেয়ারম্যান মাওঃ ফারুক হোসাইনে টাকা না দেওয়ায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।