
প্রেস বিজ্ঞপ্তি: আগামী ১১ ডিসেম্বর দিনব্যাপী কবিতা উৎসবকে সামনে রেখে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে, কবিতা পরিষদ সাতক্ষীরার দপ্তর উদ্বোধন ও আলোচনা সভা করা হয়। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উদ্বোধন করেন সাংবাদিক আমিনুর রশিদ। কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে এ সভায় আলোচনায় অংশ নেন, শেখ সিদ্দিকুর রহমান, কবি গুলশান আরা, দিলীপ কুমার দিব্যানন্দ, তৌফিক আহমেদ, নব কুমার ঢালী, অরুন সান্যাল, মাগফুর রহমান, কাজী সামিনুল ইসলাম প্রমুখ।
সভায় সপ্তদশ কবিতা উৎসব যাতে সুন্দর ও সফল হয়, সে ব্যাপারে আলোচকরা বিভিন্ন প্রস্তাব রাখেন। সপ্তদশ কবিতা উৎসব উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মানবিক কবি শেখ মফিজুর রহমান।