
জামিনুর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরের আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার সহঃ সুপারঃ আলহাজ্ব মাষ্টার আব্দুর রহিম কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, সংবর্ধিত প্রধান মেহমান অবসর প্রাপ্ত মাদ্রাসার সহঃ সুপারঃ আলহাজ্ব মাষ্টার আব্দুর রহিম, বিশেষ অতিথি সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্ল্যা মমতাজ উদ্দীন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামাল, উপজেলা সরঃ প্রাথঃ বিদ্যাঃ শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি, দীনেশ চন্দ্র মন্ডল, সিনিয়র সহ-সভাপতি বাবুলাল মিস্ত্রী, সেক্রেটারী মামুনুর রশিদ, ইউপি সদস্য মাষ্টার আজগার আলী, অবঃপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, মোঃ আলতাফ হোসেন লাভলু, মাওলানা ইসমাঈল হোসেন প্রম‚খ উপস্থিতি ছিলেন। মাদ্রাসার সুপারঃ মাওঃ মোহাম্মদ আশরাফ হোসাইন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অবসর প্রাপ্ত মাদ্রাসার সহঃ সুপারঃ আলহাজ্ব মাষ্টার আব্দুর রহিম কে স্মৃতিবহ বিভিন্ন দিক তুলে বক্তব্য প্রদান করা হয়। শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের আন্তরিকতায় তাকে বিভিন্ন জিনিস উপহার হিসেবে প্রদান করা হয়। একই স্থানে ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা রিয়াজুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।