
নিজস্ব প্রতিবেদক: জেলা যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সিনিয়র সভাপতি মীর মহিতুল আলম মহি ও এপিপি তামিম আহমেদ সোহাগের আয়োজনে সাতক্ষীরা শহরের চায়না বাংলায় সন্ধ্যা ৭টার সময় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে ও দোয়া আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সাতক্ষীরা জেলার সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ, যুবলীগ নেতা ও জেলা সৈনিকলীগের সভাপতি জুলফিকার রহমান উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। এসময় তিনি বলেন, বর্তমান যুবলীগ মানবিক যুবলীগ। করোনাকালীন পরিস্থিতিতে যখন মানুষ নিজের মা-বাবা আত্মীয় স্বজনদের ফেলে গিয়েছে তখন এগিয়ে এসেছে যুবলীগ। যুবলীগকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চাই সাতক্ষীরা জেলা যুবলীগে যোগ্য নেতৃত্বেকে সামনে এনে সুন্দর একটি কমিটি দেয়া হোক। সাবেক ছাত্রলীগ, যুবলীগ নেতা ও জেলা সৈনিকলীগের সভাপতি জুলফিকার রহমান উজ্জল এসময় বলেন , যুবলীগের হাইব্রিডদের প্রতিহত করতে হবে। এমন সুন্দর নেতা যুবলীগকে দিতে হবে যাতে যুবলীগ আবার আগের মত রাজপথ কাঁপাতে পারে।
র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ আলী সুমন, আশরাফুল ইসলাম খোকন, রফিকুল ইসলাম রানা। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক তাইজুল ইসলাম, সহ সভাপতি শেখ মুন্না হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সালাম, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবির হোসেন রনি, জুয়েল, নুরুজ্জামান লিটু প্রমুখ।