
বিশেষ প্রতিবেদক, তালা: তালায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এর প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি আম্পান হাউজিং প্রকল্পের ঘর পরিদর্শন করেন ও প্রকল্পের ৪৯ টি ঘরের মধ্যে অসহায় ভুক্তভোগীদের মাঝে ১০ টি ঘরের চাবি প্রদান করেন।
বুধবার সকাল ১০ টায় তালার মদনপুর মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক কেএম তারিকুল ইসলাম,
প্রকল্পের শিশু বেনিফিসারী জয় দাস ও জয়া সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস,তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি বাসন্তী রানী,এম সি এস এস এর চেয়ারম্যান ড,সায়মন আর বিশ্বাস,কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অফ পার্টনারশীপ মি,মাইকেল দে,সিনিয়র ম্যানেজার অব বিজনেস মি,জুয়েল উৎপল হালদার প্রমুখ। উপস্থিত ছিলেন অভিভাবক স্বরসতি দাস, প্রকল্পের শিক্ষার্থী প্রিয়া মাহামুদ,সনজয় দাসসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।