
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটা পার কুমিরা বদ্ধভূমিতে ৩৫ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হলো গণহত্যা স্মৃতিস্তম্ভ। এখানে ১৯৭১ সালের ২৩ এপ্রিল ৭৯ জন নিরিহ মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংসভাবে পুড়িয়ে ও গুলি করে হত্যা করে। যশোরের অভয় নগর ও খুলনার ফুলতলা এলাকা থেকে আগত আশ্রিতসহ স্থানীয়দের প্রকাশ্যে দিন দুপুরে লাইন দিয়ে দাড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। এছাড়া স্থানীয়দের বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে।
এ পৈশাচিক হত্যাকান্ডে নিহতদের মধ্যে কয়েকজনকে তাদের পরিবারের লোকজন নিয়ে যায়। বাকী অপরিচিতদের লাশ তৎকালীন পার-কুমিরা দাতব্য চিকিৎসালয়ের সামনে গর্তের মধ্যে স্থানীয়রা মাটি চাপা দিয়ে রাখে। নির্মম এ হত্যাকান্ডের পর প্রতি বছর ২৩এপ্রিল নিহতদের পরিবার ও রাজনৈতিক সংগঠন তাদের স্মরনে পুষ্পার্ঘ অর্পণ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে থাকে। তারা প্রতি বার গণকবর স্থলে একটি স্মৃতিস্তম্ভ করার দাবীতে সোচ্চার হয়। ১৯৯২ সালে তৎকালীন বিরোধী দলিয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনাস্থলে এসে নামফলক উন্মোচন করেন ও স্মৃতিস্তম্ভ করার প্রতিশ্রæতি দেন। এরপর ২০১০ সাল থেকে সরকারীভাবে এখানে পার-কুমিরা গণহত্যা দিবস পালন করা হয়।গত ২০১৯ সালে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় একটি স্মৃতিস্তম্ভ করার জন্য ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করেন। সেই অনুযায়ী ২ বছরের মধ্যে অর্থাৎ ২০২১ সালে কাজটি শেষ করার কথা থাকলেও এরই মধ্যে কাজের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন। তিনি বলেন আগামী ২২ সালের ২৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভটি উদ্ধোধন করা হতে পারে।