
কালীগঞ্জ ব্যুরো: তৃতীয় ধাপে কালীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে (৪ নভেম্বর) বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। (২ নভেম্বর) মঙ্গলবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ঐদিন উপজেলার ১২টি ইউনিয়ন হতে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য মিলিয়ে মোট ৬৭৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১২ টি ইউনিয়নে মোট ৬৮ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪২ জন মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে ১ জন এবং রতনপুর ইউনিয়ন পরিষদে ১ জন মোট ২ জন সাধারণ সদস্যের মনোনয়নপত্র ত্রুটিপ‚র্ণ হওয়ায় বাতিল ঘোষণা করেন। বাতিলকৃত রতনপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে আব্দুস সেলিম বয়স প‚র্ণ না হওয়ায় এবং বিষ্ণুপুর ইউনিয়নে আশরাফুল হোসেনের মনোনয়নপত্র ত্রুটিপ‚র্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হয়। সব মিলিয়ে ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৮ জন সাধারণ সদস্য পদে ৪৬৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১২ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।