
প্রেস বিজ্ঞপ্তি: ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত সেলিনা খাতুন বাঁচতে চায়। ইতোমধ্যে একটি স্তন কেটে ফেলাও হয়েছে। পুরোপুরি সুস্থ্য করতে এখনো প্রায় ৪ লক্ষাধিক টাকার প্রয়োজন। যার তার দরিদ্র পরিবারের পক্ষ বহন করা সম্ভব না। সেলিনা খাতুন শহরের ইটাগাছা মানিকতলা গ্রামের ভ্যান চালক আবুল কাশেমের স্ত্রী। দীর্ঘদিন ডা: মনোয়ার হোসেনের তত্ত¡াবধায়নে চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে অপারেশনের পর কেমো থেরাপি দেওয়ার জন্য ৪ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু তার দরিদ্র ভ্যানচালক স্বামীর পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। যে কারনে সমাজের সকল শ্রেণির পেশার মানুষের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন সেলিনা খাতুনের মাতা ছালেহা খাতুন ঝর্ণা। সেলিনার চিকিৎসায় সহযোগিতার জন্য সাহায্য পাঠাতে বিকাশ ০১৯৪৬-৫৭৫৮৭৬ এবং জনতা ব্যাংক সাতক্ষীরা বাঁকাল শাখার নং- ০৬৬০১০২১১০১০৩০। যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।