
আইয়ুব আলী, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র জি,এম, তৌফিকুর রহমান, পিতা- জি,এম নূরমোহাম্মদ (অত্র প্রতিষ্ঠানের শিক্ষক) অসুস্থ্য হয়ে পড়লে ২৮/১০/২০২১ তারিখ করোনা পরীক্ষা করার পর পজেটিভ রেজাল্ট আসে। বর্তমানে সে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাহার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান সহকারী শিক্ষক নূরমোহাম্মদ সহ তার ছেলে ও মেয়েকে সুস্থ্য না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে না আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তার পারিবারিক স্থাস্থ্যবিধির উপর খোজ খবর রাখছেন। পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ভয় নয় সচেতনতায় জয় বলে সচেতন করছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধির সকল প্রকার ব্যবস্থাদি অব্যহত রেখেছেন।