
ফিরোজ হোসেন: সাতক্ষীরায় বিনা প্রতিদ্ব›দ্বীতায় ইউপি সদস্য নির্বাচিত হলেন সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল। ঘটনাটি ১৩ নং লাবসা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের। সাতক্ষীরা নির্বাচন অফিস স‚ত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্মল সরকার, কামরুল ইসলাম, সুকুমার মন্ডল ও বিশ্বনাথ মন্ডল নির্বাচনে লড়াইয়ের ঘোষনা দেয় কিন্তু সুকুমার মন্ডল ব্যতিত বাকি ৩ জন প্রার্থী গত ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচিত ঘোষণার পরপরই বিশ্বনাথ মন্ডল সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন।