
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: জাগো যুব ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় যুব ব্রিগেট ভলেন্টিয়ার্স বৃন্দের বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে শ্যামনগরে কিশোর যুবতীদের মাঝে হাইজিন কিড্স ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলির সভাপতিত্বে ও জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ফারুখ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ জামান সাঈদ প্রমুখ। এছাড়া উপজেলা সদরের বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য পর্বের পর অতিথিগণ কিশোর যুবতীদের মাঝে হাইজিন কিড্স্ ও মাস্ক বিতরণ করেন।