
আহাদুর রহমান (জনি): সাতক্ষীরায় এমআর পরিবহনে নতুন সংযোজন এমআর সিলিপার কোচের পর এবার এমআর বুলেট এসি বাস উদ্বোধন করা হয়েছে। পরিবহণ জগতে এমআর বিজনেস গ্রুপ এমআর বুলেট উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে গেলো।
মঙ্গলবার সন্ধা ৭ টায় সাতক্ষীরা সঙ্গীতা মোড় সংলগ্ন এমআর কাউন্টারে ফিতা কেটে এমআর বুলেট এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হক এ সময় বলেন, ‘উন্নত ও আধুনিক যাত্রী সেবার কথা মাথায় রেখে এমআর পরিবহনের বহরে যুক্ত করা হয়েছে এই বুলেট এসি বাস। এছাড়ও আমাদের বহরের স্লিপার কোচও সেবা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও কয়েকটি বুলেট বাস ঢাকা টু সুন্দরবন রুটে চলাচল করবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআর বিজনেস গ্রুপের এমডি ইকবাল কবির পলাশ, পরিচালক শফিউল্লাহ শফি, সাতক্ষীরা নব জীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা মৎস্য অফিসার মোঃ হাসান সাজ্জাত।
এছাড়া উপস্থিত ছিলেন এমআর পরিবহনের সাতক্ষীরা কাউন্টার ম্যানেজার আব্দুল আজিজসহ স্টাফ বৃন্দ। উদ্বোধন শেষে এমআর বুলেট এসি বাসের সকল যাত্রীদের মিষ্টিমুখ করানো হয়।
উল্লেখ্য, ঢাকা টু সুন্দরবন রুটে বুলেট বাস প্রতিদিন সকাল সাড়ে ৭টা ও সন্ধ্যা সাড়ে ৭টা থেকে চলাচল করবে। ঢাকা টু সুন্দরবন রুটে এই বাসের টিকেটের মূল্য রাখা হয়েছে ১৬০০ টাকা। এখন ঢাকা ও সাতক্ষীরা থেকে দুটি বাস চললেও খুব শীঘ্রই আরও কয়েকটি বুলেট বাস এমআর পরিবহনে যুক্ত হবে। অপরদিকে সাতক্ষীরা কুয়াকাটা রুটেও নতুন সার্ভিস আনতে যাচ্ছে। যাত্রী সেবার কথা মাথায় রেখে বাংলাদেশে এই প্রথম বুলেট বাস সার্ভিস চালু করলো এম আর পরিবহন। আবার ঢাকা-সাতক্ষীরা রুটে স্লিপার কোচও এমআর পরিবহনই প্রথম চালু করে।