
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ১০০৭ টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পারুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামকে নৌকা প্রতীক মনোনয়ন দেন। এরই ধারাবাহিকতায় সকলকে নৌকার পক্ষে নির্বাচন করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
২৫ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বস আবারার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুসলেউদ্দিন মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের মৃধা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, আওয়ামীলীগ নেতা সহিদুল ইসলাম, কুতুবুদ্দীন কাদেরী, নুর মোহম্মাদ, রইছউদ্দীন বিশ্বাস, আঃ গফ্ফার মল্লিক, রফিকুল ইসলাম রফিক, রাশীদুল আলম রশিদ, মোস্তাজুর রহমান ময়না, সুভাষ চন্দ্র সরকার, মোহম্মাদ আলী। আরো বক্তব্য রাখেন সাইফুজ্জামান প্রিন্স, মনিরুজ্জামান কেল্টু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা রাশিদুল ইসলাম। উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার মনোনীত প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে নির্বচনে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।