
আব্দুল হাকিম/ জিয়াউর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে রহমতুল্যাহ গাজী (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় অসাবধান বশত এ দূর্ঘটনা ঘটে। সে উপজেলার পরানপুর গ্রামের মতলেব গাজীর পুত্র।
নিহতের ছোট ভাই মহব্বত আলী জানায়, সন্ধ্যার পূর্বে নিজ বাসায় বিদ্যুৎ লাইন মেরামতের সময় অসবাধান বশত বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলে গুরত্বর আহত হয়। দ্রæত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।