
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী দেবহাটার ইছামতি নদী সাঁতরে প্রতিবেশি দেশ ভারত থেকে মাদকদ্রব্য পারাপারকালে ২৫ বোতল ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার সেকেন্দ্রা গ্রামের বাবর আলীর ছেলে বর্তমানে দেবহাটা সদরের বাসিন্দা জাহাঙ্গীর আলম গাজী ওরফে পাখি, দেবহাটা সদরের রমজান সরদারের ছেলে নাজমুল সরদার এবং একই গ্রামের মুসা মোড়লের ছেলে আব্দুল আলেক মোড়ল। বৃহস্পতিবার দিবাগত ভোররাতে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই হাফিজুর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ইছামতি নদীর কোলঘাষা দেবহাটা বাজারের পাশ্ববর্তী একটি সেলুনের দোকানের সামনে এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিল সহ তাদেরকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়,শুক্রবার ভোররাতে একটি সংঘবদ্ধ মাদক চোরাকারবারী চক্র ইছামতি নদী সাঁতরে ভারত থেকে মাদকদ্রব্য পার হচ্ছে এমন খবরের ভিত্তিতে দেবহাটা বাজারসহ আশপাশের এলাকায় পুলিশের একটি অভিযানিক দল অবস্থান নেন। ভোর ৫ টার দিকে ইছামতি নদী সাঁতরে মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশের সীমানায় পৌঁছালে মাদক কারবারি জাহাঙ্গীর আলম পাখি, নাজমুল সরদার ও আলেক মোড়লকে ফেনসিডিল সহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং-০৯) দায়ের শেষে বিচারার্থে তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ।