
কালিগঞ্জ ব্যুরো: বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে এক মুদি দোকানে দশ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়েগেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের হাসপাতাল সড়কের জিম হোটেলের পাশে নিশিকান্ত মন্ডলের মাতৃ ভান্ডার মুদি দোকানে। খবর পেয়ে কালিগঞ্জ সদর হতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী নিশিকান্তের ছেলে বাবু জানান, প্রতিদিনের ন্যায় দোকানের কার্যক্রম শেষে রাত ১১ টার দিকে আমি এবং আমার পিতা বাসায় চলে আসি। হঠাৎ শুক্রবার ভোরে দোকান ঘরের মধ্যে বিকট আওয়াজ ও আগুনের শিখা জ্বলতে দেখা স্থানীয়রা আমাদেরকে জানায়। মুহ‚র্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যদের প্রাথমিকভাবে ধারনা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের স‚ত্রপাত ঘটেছে।