
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামীর বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘরামি মুরারী মোহন মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭:০৭ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মানুষ গড়ার এই কারিগর কে শেষবারের মতো একটিবার দেখার জন্য জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে গুনগ্রাহীরা ভিড় জমান। এমন গুণী মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক মেয়ে ও দুই ছেলে নাতি-পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।