
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত¡াবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১১/১০/২০২১ তারিখ রাতে এসআই(নিঃ)/ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার চররহিমপুর এলাকা থেকে ০৩ (তিন) বোতল ভারতীয় মদসহ আসামী সেলিম হোসেন(৩৩), পিতা- আঃ সবুর গাজী, সাং- চর মরহিমপুর , থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। ইং ১২/১০/২০২১ তারিখ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।