
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মামুনুর রশিদ (২৪) নামে এক ডাকাতকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। এ সময় তার নিকট হতে একটি পালসার মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নাম্বার সাতক্ষীরা ১১-৬০৩৯, একটি অন গিয়ার চাকু, একটি হাসুয়া এবং একটি গ্রিল কাটার যন্ত্র জব্দ করা হয়। আটককৃত ডাকাত মামুনুর রশিদ শ্যামনগর থানার উত্তর হাজিপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর পুত্র। শারদীয়া দুর্গাপূজার আইন শৃঙ্খলা রক্ষার্থে টহল দেওয়ার সময় (১১ অক্টোবর) মঙ্গলবার রাত দেড়টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের পীর গাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে তাকে আটক করে পুলিশ। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। উক্ত ঘটনায় থানার উপ-পরিদর্শক সেলিম রেজা বাদী হয়ে (১২ অক্টোবর) বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে।
থানার উপ-পরিদর্শক সেলিম রেজা, সহকারী উপ-পরিদর্শক মফিজুর রহমান সাংবাদিকদের জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাত্রে টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা বাজার সন্নিকটে পীরগাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে ডাকাত দল পুলিশ দেখে দৌড় দেয়। ওই সময় মামুনুর রশিদ নামে এক ডাকাতকে মোটরসাইকেল অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাতকে বুধবার জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।