
দীপক মিস্ত্রী, বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে বুধবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনগনের এবং সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগের মাধ্যমে শিশুদের জন্য স্থানীয় শাসন ব্যবস্থাকে শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, ইউনিসেফের জেলা সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন, উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ শামীম হোসেন ও ইউনিয়ন সমন্বয়কারী আব্দুল আলিম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের সচিব নাজমুল আলম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সচিব রিয়াজুল ইসলাম এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
পরবর্তীতে অতিথিবৃন্দ ইউনিয়ন পরিষদের কৃষি প্লট পরিদর্শন করেন।