
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় তথ্য অধিকারের ওপর সচেতনতামূলক প্রচারণা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে আয়োাজিত এই অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংগঠন অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর আল মামুন।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, তথ্য অধিকার আইন ব্যবহার করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারীরা যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে সেজন্য দেশের চারটি জেলায় কাজ করছে দ্য কার্টার সেন্টার।