নিজস্ব প্রতিবেদক: তালার ৩ নং সরুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য নির্বাচনে মাত্র ৬ ভোটে নির্বাচিত হওয়ায় প্রতিপক্ষ নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ ওয়ার্ড থেকে ৫ জন প্রার্থী ৪৩৯৩ জন ভোটারের সমর্থন পেতে অংশ গ্রহন করে। গত ২০ ই সেপ্টেম্বর দ‚র্যোগপ‚র্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে পাটকেলঘাটা হারুন-অর-রসিদ কলেজ কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহন চলে। সর্বশেষ ভোট গ্রহন শেষে ভোট গণনা শুরু হয় বিকাল ৪ টা ৩০ মিনিট থেকে রাত্র ৮ টা পর্যন্ত। গননায় প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষরিত কপি সুত্রে জানা গেছে, কেন্দ্রের মহিলা ও পুরুষ বুথে মোট (৪৩৯৩) ভোটারের বিপরীতে ভোট সংগ্রহ হয় ২৭২৬। যাঁর মধ্যে নষ্ট ভোট ১৪২, এর মধ্যে অনুপস্থিত ভোটার ছিল ১৬৬৭। প্রাপ্ত ভোট অনুযায়ী বিজয়ী ১১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোরগ প্রতীকের শেখ জামসেদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে ফরিদ হাসান পেয়েছেন ১১১৩ ভোট, এ ছাঁড়া নিকটতম কাঁছের প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীক পেয়েছেন ২৬৬ ভোট, বৈদ্যুতিকপাখা ৮৫ ভোট, তালা প্রতীক মাত্র ১ ভোট। সব মিলিয়ে মোট ভোটার ও প্রাপ্তভোট সহ মাত্র ৬ ভোটে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন শেখ জামসেদ আলী। এ দিকে ভোট গণনার পর থেকে বিজয়ী শেখ জামসেদ আলী কে নানাভাবে হয়রানী করতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন, মাত্র ৬ ভোটে (ফুটবল) প্রতীকের পরাজিত ফরিদ হাসান। এমন অভিযোগ করেছেন জামসেদ আলীর ভোটাররা। এ বিষয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর জানিয়েছেন, কোন তঞ্চকীয় নয়, প্রিজাইডিং অফিসারদের সাক্ষরিত কপি চুড়ান্ত বলে গণ্য করা হবে।