
কলারোয়া ব্যুরো: কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।
উপজেলার ১০টি ইউনিয়নে আজ ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এলক্ষে সভায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নানান সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত ১০জন ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, পল্লী উন্নয়ন অফিসার এএসএম সোহেল, ওসি মীর খায়রুল কবিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।