স্টাফ রিপোর্টার, দেবহাটা: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কুলিয়া ইউনিয়ন শাখার গ্রাম ডাক্তারদের পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় ওয়ান ফার্মা এর আয়োজনে বহেরা বাজার ফতেমা মার্কেটে কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ শোকর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আবীর হোসেন লিয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্যে রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আ: গফ্ফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির জেলা সমাজসেবা সম্পাদক গ্রাম ডাঃ সফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা আহবায়ক গ্রাম ডাঃ শেখ আকতার হোসেন, সাবেক সভাপতি ও কুলিয়া ইউনিয়ন কমিটির প্রধান উপদেষ্টা গ্রাম ডাঃ এম এ সবুর, সদর উপজেলা কমিটির সিনিয়র সহ–সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রশিক্ষণ মূলক বক্তব্যে রাখেন ওয়ান ফার্মার এরিয়া ম্যানেজার আনোয়ারুল ইসলাম, এছাড়া বক্তব্যে রাখেন, কুলিয়া ইউনিয়ন কমিটির সহ–সভাপতি গ্রাম ডাঃ হাফিজুর রহমান হ্যাপি, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ হাবিবুল্লাহ, কোষাধ্যক্ষ গ্রাম ডা: আয়ুব হোসেন, কার্যনিবার্হী সদস্য গ্রাম ডাঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ–সভাপতি গ্রাম ডাঃ রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক গ্রাম ডাঃ ওমর ফারুক, সহ–সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ আশরাফুল ইসলাম, স্বাস্থ্য ও পঃ পঃ সম্পাদক গ্রাম ডাঃ হাফিজুল ইসলাম প্রমূখ।