
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী অফিসে হামলা ও সিনিয়ার নেতাদের মারপিট করে আহত ও ভাংচুরের ঘটনার প্রায় ৬ মাস পর খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারদীর এহসান দ্বীপকে বহিষ্কার করা হয়েছে।
একই সাথে ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে তাকে স্থগিত করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদি ও সাধারন সম্পাদক মশিউল আলম সুমনের স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তিতে এ তথ্য জানা যায়।
গত ১৩মার্চ রাত আনুমানিক ১০টার সময় খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারদীর এহসান দ্বীপের নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী বাহিনী খলিষখালী আওয়মীলীগ অফিসে এসে হামলা চালায়।
এই হামলায় খলিষখালী ইউনিয়ন আওয়মীলীগ সাধারন সম্পাদক সমির দাশ, যুগ্মসম্পাদক সরদার শরিফুল ইসলাম,প্রচার প্রকাশনা বিষায়ক সম্পাদক আজয় দাশ, খলিষখালী ১নং ওয়ার্ড আওয়মীলীগ সভাপতি নীল কোমল দাশ সহ বেশ কয়েকজন নেতা গুরত্বর আহত হয়।
পরদিন সকালে খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি দ্বীপ সহ বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতারের দ্বাবিতে খলিষখালী ইউনিয়ন আওয়মীলীগ বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে যোগ দেন তালা উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার। একই সাথে তিনিও স্থানীয় আওয়মীলীগ নেতারা খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দ্বীপকে বহিস্কারের দ্বাবি করে জেলা ছাত্রলীগের সভাপতিওসাধারন সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দ্বায়ের করে । এর প্রেক্ষিতে গত ৯সেপ্টেম্বর তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের যৌথ স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
