
দেবহাটা ব্যুরো: দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবি সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে আগামী ২৪ সেপ্টেম্বর, শুক্রবার পারুলিয়া বালিকা বিদ্যালয়ে ও ১লা অক্টোবর কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফুটবল মাঠে ২য় মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। মেডিকেল ক্যাম্পে একজন গাইনি ডাক্তার সহ ৫জন এম, বি, বি, এস বিশেষজ্ঞ ডাক্তার সকাল ৯টা থেকে রোগী দেখবেন এবং রোগীদের ঔষধ প্রদান করবেন। এছাড়াও উক্ত ক্যাম্পে ফ্রি রক্তের গ্রæপ ও ডায়বেটিস পরীক্ষার ব্যবস্থা থাকবে। এ দুটি মেডিকেলক্যাম্প সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩-৩০টায় পারুলিয়াস্থ কম্পিউটার চাইল্ড হোম এন্ড স্কুলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, ফেয়ার মিশনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা আলহাজ্জ্ব রফিকুল ইসলাম, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, ফেয়ার মিশনের উপদেষ্টা পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া শাখার উপদেষ্টা আওয়ামী নেতা ও কুলিয়া বাজার কমিটির সেক্রেটারী মজনুর রহমান, ডা. রুহুল আমিন, জেলা মটর শ্রমিক সভাপতি আরশাদ আলী খোকা, আব্দুল হামিদ, আমিরুল ইসলাম, ফেয়ার মিশন ক্যাটারিং সার্ভিসের সভাপতি আল মামুন, সেক্রেটারী আরিফ বিল্লাহ রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আসিফ ইকবল, সিনিয়ির সাংবাদিক রশীদুল আলম রশীদ। এসময় কুলিয়া শাখার সভাপতি মোস্তফা কামাল ও সেক্রেটারী আরিফ হোসেন, পারুলিয়া শাখার সভাপতি সোহাগ হোসেন ও সেক্রেটারী সাকিব হোসেন, সখিপুর শাখার সভাপতি ইমরান হোসেন সুমন ও সেক্রেটারী আসাদুল ইসলাম, গাজীর হাট শাখার সভাপতি ফিরোজ হোসেন ও সেক্রেটারী ইমরান হোসেন আকাশ, দেবহাটা শাখার সভাপতি আসাদুল ইসলাম ও সেক্রেটারী হাজিফুল ইসলাম, বদরতলা শাখার সভাপতি ইকবল হোসেন ও সেক্রেটারী মেহেদী হাসান, সুবর্ণাবাদ শাখার সভাপতি আব্দুস সালাম ও সেক্রেটারী তন্ময় কুমার সরকার, পাঁচপোতা শাখার সভাপতি আল আমিন ও সাব্বির রহমান, ভাতশালা শাখার সভাপতি আব্দুর ওহেদ ও সেক্রেটারী নাজিরউদ্দীণ সহ ফেয়ার মিশনের নীতি নির্ধারনী সদস্যরা উপস্থিত ছিলেন। ফেয়ার মিশনের জয়েণ্ট সেক্রেটারী উত্তম কুমার পালের উপস্থাপনায় ফেয়ার মিশন এর পরিচালক তার বক্তব্যে দেবহাটা বাসীকে মাস্ক পরে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে পারুলিয়া এবং কুলিয়া মেডিকেল ক্যাম্প থেকে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য অনুরোধ জানান।