
হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ- যৌতুকের দাবি মিটাতে না পারায় রুবিনা খাতুন (১৯) নামে এক সন্তানের জননী গৃহবধূকে পিটিয়ে ঘুমের বড়ি খাইয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ঘাতক স্বামী নাজিম উদ্দিন গাজী কে (২৫) আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫-সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে নিহত গৃহবধূ উপজেলার টেকরা রহিমপুর গ্রামের শহিদুল ইসলামের কন্যা আটককৃত ঘাতক স্বামী নাজিম উদ্দিন গাজী দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আব্দুল খালেক এর পুত্র। তাদের ঘরে ৪ মাসের একটি পুত্র সন্তান আছে। উক্ত ঘটনায় নিহত গৃহবধূর ভাই ফারুক হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা নাং-১৫। রাতে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মনির তরফদার ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। থানায় নিহত গৃহবধূর ভাই ফারুক হোসেন ফরহাদ মামা আবু বক্কার সিদ্দিক নানা আবু জাফর একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, ঠেকরা গ্রামের শহিদুল ইসলামের কন্যা রুবিনা খাতুনের সঙ্গে বছর কয়েক আগে দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আব্দুল খালেক এর পুত্র নিজাম উদ্দিন গাজীর সঙ্গে বিবাহ হয়। বিবাহের পর হতে স্বামী নিজামুদ্দিন এবং শাশুড়ি আজিরন বিবি মোটা অংকের টাকা যৌতুকের জন্য প্রায় মারধোর নির্যাতন চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বার চেয়ারম্যান সহ থানায় সালিশ হলেও নির্যাতন থামেনি বুধবার রাতে রুবিনা কে শাশুড়ি এবং স্বামী বেধড়ক পিটিয়ে মুখে ঘুমের বড়ি খাইয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, ঘটনায় মামলা হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে তদন্ত করে এর সাথে যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করা হবে।