
শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে পেশাদার দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। (১০ সেপ্টেম্বর) শুক্রবার গভীর রাতে নিজ নিজ বাড়ী থেকে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) বিজয় কুমার মন্ডলের নেতৃত্বে অভিযানে ওই দুই ব্যবসায়ীকে মাদক সহ আটক করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ী হলো- পরানপুর গ্রামের ফজর আলীর ছেলে রমজান এবং দক্ষিণ হাজিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ফরিদ উদ্দীন।
এসআই বিজয় কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৪শত গ্রাম গাজা ও ৬বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। শ্যামনগর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।