
নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলাধীন পাটকেলঘাটার ৩নং সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব পলাশ শুক্রবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব পলাশ সাংবাদিকদের সম্মুখে তার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি আঃ রব পলাশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। আমার নির্বাচনী প্রতীক “আনারস”। আমি ও আমার কর্মী সমর্থকদের নিয়ে গত ৯ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় বড় কাশিপুরে নির্বাচনী গণসংযোগ কালে রাস্তার উপর মতিয়ার রহমানের নৌকা প্রতিকের পথসভা চলাকালিন অবস্থায় আমি ও আমার কর্মী সমার্থকদের নিয়ে স্বাভাবিক ও শান্তিপূর্ণ ভাবে সভাস্থল অতিক্রম করার চেষ্টা করি। কিন্তু মতিয়ার রহমানের পুত্র ফিরোজ সহ সঙ্গে থাকা লোকজন আমাদের চলার পথের গতিরোধ করে এবং রমজান আলী নামক এক আনারস প্রতীকের সমর্থকের চলমান মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় ও আর একজন আনারস প্রতীকের সমর্থক এবং ইমারত শ্রমীক সদস্য শওকত আলীকে শারীরিক ভাবে লাঞ্চিত ও মারপিট করে। যাহা নির্বাচনী বিধিমালা লঙ্ঘন ও ফৌজদারি অপরাধের সালিম। এমতাবস্থায় আমি, আমার কর্মী সমার্থকদের শান্ত করি ও শওকত আলিকে উদ্ধার করে কোন রকম স্থান ত্যাগ করি।
তার লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জাতীয় শ্রমীকলীগের আহবায়ক। আমি নৌকার লোক। কিন্তু নৌকার মাঝির বিপক্ষে আনারস প্রতিক নিয়ে শান্তি পূর্নভাবে নির্বাচন প্রচারণা করছি।