
নব কুমার দে, তালা থেকে: তালা উপজেলার পাটকেলঘাটা তৈলকুপি গ্রামের সাধু খাঁ পাড়ায় বৃহৎ শনি মন্দির উদ্বোধনে ৭ জন ব্রাহ্মণ একত্রে মন্ত্র পাঠ করেন। মনোরঞ্জন আচার্য, জগন্নাথ আচার্য, মজুমদার ব্যানার্জি, চয়ন ব্যানার্জি, উত্তম মজুমদার, অশোক সরকার, বিধান চন্দ্র ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা শংকর সাধু। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন মন্দির কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কেশব সাধু। উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, শনিদেবকে আমাদের সংসারে শান্তি ও রক্ষাকারী দেবতা হিসেবে আরাধনা করে থাকি। দেশ ও মানব জাতির কল্যাণে এই মন্দির স্থাপন করা হয়েছে তালা উপজেলার ভেতরে এই নান্দনিক ও সৌন্দর্য ময় শনি দেবতার মন্দির স্থাপিত করতে পেরে আমি এবং আমরা এলাকাবাসী সকলে আনন্দিত।
এসময় আরো উপস্থিত ছিলেন মেম্বার প্রার্থী অসীম সাধু, মহাদেব সাধু, অসিম দাস। এসময় মন্দির উদ্বোধন উপলক্ষে এলাকাবাসী ও দূরদূরান্ত থেকে কয়েক শ’ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন পুজা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।