
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপীর সদ্যজাত নাতনি এবং শহরের কাটিয়া মাস্টারপাড়া এলাকার ব্যবসায়ী কামরুজ্জামান বিপুল ও মুস্তারিবানু বেনুর কন্যা মরিয়ম খুলনার আদ-দ্বীন হাসপাতালে ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল ১১ টার দিকে মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। এদিন বাদ আসর সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়া জামে মসজিদে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন, মাস্টারপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল্লাহ আল মামুন। জানাজা নামাজে এ সময় স্থানীয় মুসল্লিসহ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে মরহুমার মরদেহ রসুলপুর সরকারি কবরস্থানে তার দাদীর কবরের পাশে দাফন করা হয়।
এদিকে, মরিয়মের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।