কলারোয়া ব্যুরো: কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০৫ গ্রাম গাঁজাসহ দুই নারীকে আটক করেছে। তারা হলেন-কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের হযরত আলীর মেয়ে মালেকা বেগম (৪০) ও একই গ্রামের আঃ আলিমের স্ত্রী নাজমা বেগম (৪৮)।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে পৌর সদরের তুলসীডাঙ্গা টাওয়ার মোড়ের সামনে রাস্তার উপর থেকে আটক করে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাইফুর রহমান ও এএসআই নুরুজ্জামান নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান-আটককৃত দুই নারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।