
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে জখম হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৯ আগস্ট) দুপুরে পাঁচপোতা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ঘটনা সূত্রে জানা যায় পাঁচপোতা গ্রামের কাসেম আলীর পুত্র বিল্লাল হোসেন (৩৭) এর সাথে মোহর আলীর দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রবিবার ওই জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে মোহর আলীর পুত্র ফিরোজ হোসেন (২২) বাঁধা দিলে বিল্লাল হোসেন ও তার লোকজন গাছ কাটা কুড়াল দিয়ে তার ঘাড়ে কোপ মারে। পরে মহাসীন হোসেন জাকির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে তার ছোট ভাই ফিরোজকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে জমির মালিক মোহর আলীর বলেন, পাঁচপোতা মৌজার (জেল নং ২৭ দাগ নং ৫১৭) ৪৩ শতক জমি আমাদের ক্রয়কৃত সম্পত্তি। আমার পাশে আমার ভাইপো বিল্লাল হোসেন ছয় কাঠা জমির মালিক। কিন্তু সে সাত কাটা জমি দখল করে নেয়। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। বিল্লাল হোসেন জমি থেকে নারকেল গাছ কাটার সময় অন্য একটি গাছের উপরে গাছ পড়ে গাছ ভেঙে গেলে আমরা বাধা দেই। আমার ছোট ছেলে ফিরোজ হোসেন বাঁধা দিলে তাকে কুড়াল দিয়ে আঘাত করে।
এ বিষয়ে বিবাদী বিল্লাল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন ফোন বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয় ইউপি সদস্যের সাথে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দুপুর তিনটার সময় জানতে পারি যে তার ভাইপোর সাথে তাদের গাছ কাটাকে কেন্দ্র করে মারামারি হয়েছে।
এ বিষয়ে মোহর আলীর পুত্র মহাসীন হোসেন জাকির (৩২) বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।