
মোঃ আকবর হোসেন,তালা: তালায় ০৮ সেপ্টেম্বর রবিবার শহীদ মুক্তিযোদ্ধা কলেজের আয়োজনে সারাদিন ব্যাপি লিফলেট বিতরন ও রাত্রে ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায়, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় সারাদিন ব্যাপি কর্মসূচীর আওতায় ডেঙ্গু প্রতিরোধে সকালে সকল ছাত্র/ছাত্রীদের মাঝে লিফলেট বিতরন করা হয়। বিকাল হতে রাত্র পর্যন্ত তালা বাজারে সকল দোকানে দোকানে লিফলেট বিতরন করা হয়। রাত্রে তালা ডাকবাংলা চত্তরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কল্পে ভিডিও প্রদর্শন করা হয়। লিফলেট বিতরনে অধ্যক্ষ এনামুল ইসলামের সাথে আরও উপস্থিত ছিলেন, উক্ত কলেজের প্রভাষক লক্ষন চন্দ্র রায়, কলেজের ছাত্র জয়, তবিবুর, সুমন, রাকিব, সৌমিক, রাইসুল ইসলাম, মুক্তি, চিরঞ্জিব,রাহুল,বাদুলপ্রমুখ। তালা সদর প্রেসক্লাবেও লিফলেট বিতরন করেন। এ সময় সদর প্রেসক্লাবে উপস্থিত ছিলেন তালা সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার,সেক্রেটারী মোঃ আকবর হোসেন।