আশাশুনি প্রতিবেদক: আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের দুটি মূর্তি চুরি হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধহাটা থেকে এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারীর নাম মনিকা দেবনাথ (৪৫)। সে মৃত রনজিৎ দেবনাথের কন্যা। বুধবার বিকালে বুধহাটা কাছারী পাড়া দুর্গা মন্দিরের পাশে বাবার বাড়ির এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।