
প্রেস বিজ্ঞপ্তি: ২৫ আগস্ট ২০২১ তারিখ রোজ বুধবার ওয়াস এসডিজি প্রকল্প’র আওয়াতায় হোপ ফর দি পুওরেস্ট (এইচপি)’র আয়োজনে সাতক্ষীরা পৌরসভাতে রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট উদ্বোধন করা হয়। সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্লানটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান এবং ৪, ৫, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিমা মন্ডল, অত্র পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, এবং আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম, দ্যা পোল স্টার পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক অনামি কৃষ্ণ মন্ডলসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এইচপি আশা’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম খান, নন্দিতা রানী দত্ত । প্রধান শিক্ষক অনামি কৃষ্ণ মন্ডল বলেন রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট আমাদের জন্য খুবই ভাল একটি উদ্যোগ এবং এর পানি ছাত্রছাত্রীসহ আমরা পান করতে পারবো এজন্য আমরা নিজেরা এটি সংরক্ষণ করবো। বেটার লাইভ ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে রেইন ফাউন্ডেশনের কারিগরী সহযোগিতা এবং আশা ও সিমাভী’র আর্থিক সহযোগিতায় এইচপি আশা কর্তৃক বাস্তবায়িত সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের দ্যা পোল স্টার পৌর হাইস্কুলে রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট স্থাপন করা হয়। এই প্লান্টের মাধম্যে আশপাশে যারা সুপেয় পানি থেকে বঞ্চিত তাদের জন্য সুপেয় পানি প্রাপ্তি সহজ হবে।