
নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন সংগঠন স্বদেশ ও শারী’র সহযোগীতায় সাতক্ষীরা বিনেরপোতা টিটিসি অফিসরুমে সুনাম সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সদস্যদের সাথে টিটিসি এর অধ্যক্ষ এ কে এম মিজানুর রহমান এর উপস্থিতিতে এক লবি মিটিং অনুষ্ঠিত হয়। ২৪ আগষ্ট মঙ্গলবার২০২১ সকাল ১১টায় লবি মিটিং এ সুনাম কমিটির চলমান কার্যক্রম, লক্ষ্য -উদ্দেশ্য এবং মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যত করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সুনাম কমিটির পক্ষ থেকে বেজ্যোতি ঘোষ, ফেরদৌস হোসেন,সাইফুল ইসলাম, আমিনুর রহমান এবং শারী সংস্থার বিভাগীয় এডভোকেসি কর্মকর্তা শিবানী গাইন শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, এছাড়া জেপিও টিটিসি মোঃ আরিফুল ইসলাম, মোঃ তৈৗহিল আলম শেখ ইনেস্পেক্টর টিটিসি প্রমুখ উপস্থিত ছিলেন।