
নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ: কালিগঞ্জে নিম গাছের সাথে ওড়না পেঁচিয়ে ছকিনা খাতুন (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মৃত কোরবান মোড়লের স্ত্রী। বুধবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে সকলের অবসরে বাড়ির পাশে নিম গাছের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সখিনা খাতুন দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। এর আগে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল সে। বুধবার সকালে নিম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ছকিনা খাতুনকে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ছকিনার মরদেহ মাটিতে নামায়। পরবর্তীতে থানায় খবর দিলে থানা হতে উপ-পরিদর্শক মনির তরফদার এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।