
নিজস্ব সংবাদদাতা, যশোর: যশোরের শার্শার বাগাআঁচড়ায় ৩৪ বোতল ফেন্সিডিল ও মটর সাইকেল সহ ২ জনআসামিকে আটক করেছে বাগাআঁচড়া পলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। ২১শে আগষ্ট (শনিবার) সকালে বাগাআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন গোপালপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ দ্বার সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে ৩৪ বোতল ফেন্সিডিল ও মটর সাইকেল সহ শামীম হোসেন(২৮) ও রিপন প্রধান (মাটি) নামে ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামী শামীম হোসেন বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের(দক্ষিণ পাড়া)মোনায়েম গোলদারের ছেলে।উপর আসামি রিপন প্রধান (মাটি) বেনাপোল পোর্ট থানার একই গ্রামের (উত্তর পাড়া)মান্নান প্রধানের ছেলে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বাগাআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর এ এস আই ফিরোজ আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালানা করলে মাদক ও মটর সাইকেল সহ আসামী দ্বয়কে আটক করা সম্ভব হয়। বাগাআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ফরিদ ভুঁইয়া জানান আসামী দ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানা কতৃক আদালতে পাঠানো হবে।