
মশ্মিমনগর (মনিরামপুর) প্রতিবেদক: মনিরামপুর উপজেলার পারখাজুরা বাজারে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাস্টার আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক, যশোর জেলার আ লিক সমন্বয়কারী, মনিরামপুর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ও ১০ নম্বর মশ্মিমনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ামিন হোসেন। আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাস্টার কুমার ঘোষ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্মসাধারণ সম্পাদক তাপস কুমার পাল, ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পুলিশিং কমিটির উপদেষ্টা মেম্বর প্রার্থী মিজানুর রহমান, ৬ নং ওয়ার্ড যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক উদীস বিশ্বাস, যুবলীগ নেতা মেহেদি হাসান, ডাক্তার লিটন, আনারুল ইসলাম, আবু আবদুল্লাহসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ।