
হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ– রাতের আধারে ফেরি করে গাঁজা বিক্রি করার সময় ৫’শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি শম্ভু বিশ্বাসকে(৩০) পুলিশ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের সিদ্ধার্থ বিশ্বাসের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক মনির হোসেন রাত ১০টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে হামিদের চায়ের দোকান এর সামনে থেকে মাদক কারবারি শম্ভু বিশ্বাসকে আটক করে। দীর্ঘদিন ধরে বাজারসহ আশ-পাশের গ্রামগুলোতে গাঁজা ফেনসিডিল ইয়াবা বিক্রি করে উঠতি বয়সের যুবসমাজকে ধ্বংস করে আসছিল। উক্ত ঘটনায় থানার উপ সহকারী পরিদর্শক মনির হোসেন বাদী হয়ে মঙ্গলবার (১০ আগস্ট) থানায় ১টি মাদক আইনে মামলা দায়ের করেছে। মামলা নাং-১৬। গ্রেপ্তারকৃত মাদক কারবারি কে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।