নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সীমান্ত এলাকায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিজিবি। সোমবার (৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায় লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি কর্তৃক কাকডাঙ্গা এবং তলুইগাছা সীমান্ত এলাকায় বসবাসকারী সর্বমোট ৫১টি গরীব ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকায় বসবাসকারী গরীব ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানিয়েছেন।
সাতক্ষীরা সীমান্ত এলাকায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণ
পূর্ববর্তী পোস্ট