
নিজস্ব প্রতিবেদক, যশোর: মণিরামপুর উপজেলার কুলটিয়া গ্রামের ভাড়াটিয়া বাড়ি থেকে শনিবার বিকেল পাঁচটার পর মা মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার শিকার গৃহবধূ হলেন প্রিয়া মণ্ডল (২২) ও তার কন্যা অদ্রিজা ওরফে কথা মণ্ডল (৩)। প্রিয়া মণ্ডল মশিয়াহাটি ডিগ্রি কলেজের শিক্ষক কনার মণ্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, কনার মণ্ডল স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে কুলটিয়া এলাকায় ফাল্গুন মণ্ডলের ভাড়া বাড়ি থাকতেন। পারিবারিক কলহের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়। শনিবার দুপুরের পর বিলে মাছ ধরতে যান কনার। এই সুযোগে রান্না ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে রশি জড়িয়ে মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন প্রিয়া। পরে বিল থেকে ফিরে স্ত্রী সন্তানকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন কনার। একপর্যায়ে ঘরের জানালা দিয়ে তিনি স্ত্রী সন্তানকে ঝুলে থাকতে দেখে চিৎকার দেন। তখন প্রতিবেশীরা এসে লাশ নামিয়ে আনেন।
স্থানীয়দের ধারণা স্বামীর উপর অভিমান করে প্রথমে শিশু মেয়েকে শ্বাসরোধে হত্যাকরে লাশ ঝুলিয়ে দেন প্রিয়া। এরপর তিনি নিজে গলায় ফাঁস দেন।
মনিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, মা মেয়ের আত্মহত্যার কথা শুনে ফোর্স নিয়ে ওসি মহোদয় ঘটনাস্থলে গেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিলেন।