
জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বিনা অনুমতিতে প্রবেশ করে কাঁকড়া ধরার অপরাধে মোঃ সাজু মোড়ল নামে এক জেলেকে আটক করেছে কদমতলা বন ষ্টেশন অফিসের সদস্যরা। শনিবার(৭আগষ্ট) ভোরের দিকে কদমতলা বন ষ্টেশন অফিসার (এসও) কামরুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনের কুমারীখাল থেকে মালামালসহ ওই জেলেকে আটক করে। সে শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের মৃত্যু কেয়াম উদ্দীন মোড়লের ছেলে। এ সময় কাঁকড়া ধরা কাজে ব্যবহৃত একটি নৌকা ও দড়ি সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করেন অফিসের সদস্যরা।
সাতক্ষীরা সহকারী রেঞ্জকর্মকর্তা (এসিএফ) এম এ হাসান সত্যতা স্বীকার করে বলেন, আটক জেলের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।