
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার দক্ষিন পারুলিয়ায় পানি নিস্কাশন কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুত্বর আহত হয়েছে। এঘটনায় দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী দক্ষিন পারুলিয়া গ্রামের মোঃ মহিউদ্দিন মোল্লা জানান, রবিবার (১ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে দশ টায় পানি সরানো কে কেন্দ্র করে একই এলাকার আমিরুল হকের পুত্র জাবের আলী (২৬), শরিফুল ইসলাম এর পুত্র সাব্বির হোসেন (২৪),জিয়াফত আলীর পুত্র আমিরুল হক (৪২) ও মোঃ শরিফুল ইসলাম(৪৫) আমার পুত্র মোঃ আমিনুল ইসলাম(২২) কে এলোপাতাড়ী ভাবে লাথি, কিল, চড় সহ লাঠি দিয়ে মারতে থাকে। এ সময় আমার পুত্রবধূ সাদিয়া সুলতানা (১৯) ও আমার স্ত্রী আমেনা খাতুন (৪০) ঠেকাতে গেলে তাদের কেও এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে।
এ বিষয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে আহতরা সবাই দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।