
গাজী জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: টানা কয়েক দিনের বৃষ্টিতে উপকূলীয় এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়।এ জলবদ্ধতা নিরসনে মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ৮ঃ৩০মিনিটে হরিনগর আইবুড়ি নদীতে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি জাল আটক করে। পরে নৌ পুলিশ ফাড়ি অফিসের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন নৌ পুলিশের টু আই সি হাসান আলী সহ নৌ পুলিশের সদস্য বৃন্দ । এ বিষয়ে নৌ পুলিশের ইনচাজ আঃরাজজাক বলেন, জেলা প্রসাশকের নির্দেশনায় এ অভিযান জলবদ্ধতা নিরসন না হওয়া পযর্ন্ত অব্যহত থাকবে।