নজরুল ইসলাম, তালা থেকে: তালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেছেন সংসদ সদস্য, জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন।
গতকাল সকালে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত ।
উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, তালা রিপোর্টার্স ক্লাব সভাপতি মীর জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে অতিথিবৃন্দ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।